Spoken Rule- 1
How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.
✪ বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয়?
How about hanging around the house?
Spoken Rule- 2
As well as – সেইসাথে/এটাও ওটাও
বাংলা বাক্যে দ্বারা “সেইসাথে/এটাও ওটাও” বুঝাতে চাইলে As well as ব্যবহার হয়।
Structure: Subject + verb + as well as + Extension.
Example:
✪ মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
The girl is beautiful as well as intelligent
✪ সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে
He can speak in English as well as hindi.
✪ সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও
He is a good teacher as well as good writer.
✪ সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায়
He wants beautiful girl as well as dowry.
Spoken Rule- 3
Spoken rule: What if
What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:
✪ What if I miss the bus? = কি হতো যদি আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?
✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?
Spoken Rule- 4
Yet to – এখনো কিছু করিনি/করেনি।
বাক্যে “এখনো কিছু করিনি/করেনি” কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়।
Structure (গঠন) : Subject + am, is, are + yet to + verb (base form) + Ext.
Example:
✪ আমি এখনো কাজটি করিনি
I am yet to do the work
✪ আমি এখনো বিয়ে করিনি
I am yet to marry.
✪ আমি এখনো নামাজ পড়িনি
I am yet to say prayer
✪ আমি এখনো তাকে টাকা দেইনি
I am yet to give him money
✪ আমি এখনো বাড়ি ক্রয় করিনি
I am yet to buy the house
Spoken Rule-5
Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.
Example:
✪ লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win
✪ হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.
✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.
✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.
✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.
✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently