রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকার কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা করেছে কেয়ারলিট লিমিটেড। ২৩ এপ্রিল দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে এই খাবার বিতরণ করা হয়। এই খাবার তারা নিজেরাই রান্না করে আনে।
স্বেচ্ছাসেবী এই তরুণদের একজন মো. নুরুল ইসলাম সোহেল(গাজী সোহেল)। তিনি জানান, তারা বন্ধুরা মিলে অনেকদিন ধরে মানুষের সেবায় বিভিন্ন দুর্যোগে কাজ করছেন। মুখ ফুটে বলতে না পারা নিম্ন মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছে ও গোপনে তাদের সহযোগগিতা করছেন। শুরুতে বন্ধুরা মিলে টাকা দিয়ে এইকাজ করলেও তারা নিজেদের পরিচিত অনেকের কাছ থেকেই সহযোগিতা চান।
এরই ধারাবাহিকতায় কেয়ারলিট লিমিটেডের পক্ষ থেকে তাদের কিছু অর্থ সহায়তা দেয়া হয়। তখন তারা ওই টাকা দিয়ে বাজার করে নিজেরাই রান্না করে। প্যাকেটে ভরা খাবারগুলো ২৩ এপ্রিল রাজধানীর ছিন্নমূল, পথচারী, অসহায় মানুষদের হাতে তুলে দেয়া হয়।
এই কাজে তাদেরকে উৎসাহ জুগিয়েছেন, কেয়ারলিট লিমিটেডের ডিরেক্টর এ কে এম আজিজুল হক