সংসদ টেলিভিশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সম্প্রচারের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল টেলিভিশনে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়েছে।
জান গেছে, গত ৭ এপ্রিল প্রাথমিক স্তরের সংসদ টিভির ক্লাস সম্প্রচার দুপুর ২টা থেকে শুরু করা হলেও পরবর্তী সপ্তাহ থেকে তা পরিবর্তন করে সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত প্রচার করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বিভিন্ন স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে।